বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ৫৫ বছর পর শুরু হলো চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন চলাচল।।লালমোহন বিডিনিউজ
৫৫ বছর পর শুরু হলো চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন চলাচল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ী রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল।
বৃহস্পতিবার দুপুরে, নীলফামারীর চিলাহাটি থেকে ৩২টি ওয়াগন নিয়ে ভারতের হলদিবাড়ীর উদ্দেশে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। এর মধ্যদিয়ে শিল্প-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পুরোপুরি বন্ধ হয়ে যায় বাংলাদেশের চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত রেল যোগাযোগ। দীর্ঘ ৫৫ বছর পর আবারো চালু হলো সেই রেল যোগাযোগ। স্থানীয়দের প্রত্যাশা, এই অঞ্চলের আর্থ সামাজিক প্রেক্ষাপটেও ব্যাপক পরিবর্তন আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই রেলপথ। এরপর চিলাহাটি রেলস্টেশন থেকে ৩২টি ওয়াগন নিয়ে হলদিবাড়ির উদ্দেশে ছেড়ে যায় একটি ট্রেন ।
চিলাহাটি রেলপথ চালু হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন এই অঞ্চলের মানুষ। তারা বলেন, ৬৫ এর পর থেকে এই প্রথম ট্রেন যাচ্ছে ভারতে। এতে আমাদের যাওয়া-আসা ব্যবসা-বাণিজ্যেও অনেক সুবিধা হবে। এই ট্রেন চালুতে শুধু নীলফামারী জেলা না উত্তর অঞ্চলের মানুষের মধ্যে একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হয়েছে।
রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এর মধ্য দিয়ে ভারতে সাথে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এই ট্রেন চালু আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের অনেক দিনের আশা ছিল এই ট্রন চালু হবে। এখন ঢাকা থেকে সরাসরি শিলিগুড়ি এক ট্রেনের মাধ্যমেই যাওয়া যাবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চারটি দেশ একে অপরের সঙ্গে রেল যোগাযোগ চালু করলে সব দেশের ব্যবসা-বাণিজ্য এবং মানুষদের জন্য উপকার বয়ে আনবে।
ভারত, নেপাল ও ভুটানসহ সার্কভূক্ত চারটি দেশের গেটওয়ে ছাড়াও ভারতের সেভেন সিস্টারসের সাথেও বাণিজ্যিক সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।