বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » এবার চরফ্যাশনে শহিদ মিনারে জুতা পায়ে ইউপি চেয়ারম্যান।।লালমোহন বিডিনিউজ
এবার চরফ্যাশনে শহিদ মিনারে জুতা পায়ে ইউপি চেয়ারম্যান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শশীভূষণে মহান বিজয় দিবস উপলক্ষে রাত ১২টার পর শ্রদ্ধা জানাতে শহিদ বেদিতে জুতা পায়ে উঠে ছবি তুলেছেন ১১নং রসূলপুর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির পন্ডিত, রসূলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল ও আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুর রহমান ছাদু মোল্লাসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায়, বিজয় দিবসে রাত ১২টার পরে ১১নং রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহির পন্ডিত, রসূলপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ জুয়েল ও আওয়ামীলীগের সহ সভাপতি সাইদুর রহমান ছাদু মোল্লাসহ ওই ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ ক্যম্পাসের শহিদ বেদিতে জুতা পায়ে উঠে ফটোশেসন করেন এবং ওই ছবি মো: আমজাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে রাতেই পোষ্ট করা হয়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছবিটি।
এ বিষয়টি নিয়ে রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, রাত ১২টার পর রসূলপুর ইউনিয়নের আওমীলীগের বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে শহিদ মিনারে ফুল দেওয়ার পর নেতাকর্মীদের অনুরোধে এ ফটোশেসন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে আলাপ করলে তিনি জানান, আমি জেলা প্রসাশক স্যারকে বিষয়টি অবগত করবো।