সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে আওয়ামীলীগের বিক্ষোভ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে আওয়ামীলীগের বিক্ষোভ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্যচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ নেতাকর্মীরা।
দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার (৭ ডিসেম্বর) দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সমবেত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন মিয়া, সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এস.এম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহামদ উল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমূখ।