সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভাসানচরে খুশি রোহিঙ্গারা।।লালমোহন বিডিনিউজ
ভাসানচরে খুশি রোহিঙ্গারা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্থানান্তরিত রোহিঙ্গারা উন্নত বাসস্থান ও পরিবেশের কথা জানিয়ে ক্যাম্পে রেখে আসা স্বজনদের ভাসানচরে আসার অনুরোধ জানিয়েছে।
নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরে প্রস্তুত বাসস্থানসহ নানা সুযোগ-সুবিধা। প্রথম দফায় ৩রা ডিসেম্বর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ১ হাজার ৬শ’ ৪২ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় সেখানে। ভাসানচরে পৌঁছানোর পরই মোবাইল ফোনে ক্যাম্পে রেখে আসা স্বজনদের জানান সেখানকার উন্নত ও মুক্ত জীবনের কথা। ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ থেকে ভাসানচরের পরিবেশ নিরাপদ বলেও জানায় রোহিঙ্গারা। স্বজনদের ভাসানচরে চলে আসার অনুরোধও জানায় তারা।
স্বজনদের থেকে উন্নত জীবন ও পরিবেশের কথা জেনে ক্যাম্পে থাকা বহু রোহিঙ্গা ভাসানচরে স্বেচ্ছায় যেতে রাজিও হয়েছেন। ভাসানচরেও দেশি-বিদেশি বহু এনজিও রোহিঙ্গাদের সেবা দিতে প্রস্তুত বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
স্বেচ্ছায় ভাসানচরে যেতে রোহিঙ্গারা আগ্রহ দেখালেও, একটি মহল ভাসানচরবিরোধী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। এজন্য প্রশাসনের নজরদারি চায় রোহিঙ্গারা।