শনিবার, ২৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পরিষদের (ভোলা) আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচিতদের কে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ( ভোলা) মোঃ মাসুদ আলম সিদ্দিক।
শপথ গ্রহণ করেছেন ইউনিয়েনর নবনির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ ও ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য।
উল্লেখ্য, দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২০ অক্টোবর ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে জয়লাভ করেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন মুরাদ।
এদিকে ফরাজগঞ্জ ইউনিয়নের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ, এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর।