শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | শিরোনাম | সর্বশেষ » হোয়াইট হাউস ছাড়ার আভাস ট্রাম্প’র।।লালমোহন বিডিনিউজ
হোয়াইট হাউস ছাড়ার আভাস ট্রাম্প’র।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ইলেক্টোরাল ভোটে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে যেকোন মুহূর্তে হোয়াইট হাউজ ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন ট্রাম্প। যদিও তিনি এখনো অভিযোগ করছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ভোট চুরি করেছে, তা সবাই জানে। নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন কি-না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কে জিতলো আর কে হারলো তা জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় ব্যালট সিস্টেমকে আবারো ভুয়া অ্যাখা দেন তিনি।
ট্রাম্প আরো বলেন, ২০ জানুয়ারির মধ্যে আরও অনেক কিছুই ঘটবে। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার কথা রয়েছে।