মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেছে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা কৃষকলীগ নেতৃবৃন্দরা।
দেশের কৃষক বাঁচাতে, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল ক্রয়ে কৃষকলীগ কে সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহিত পদক্ষেপ কে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভার আয়োজন করে কৃষকলীগ।
এসময় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা ও পৌর কৃষকলীগ নেতৃবৃন্দরা।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও লালমোহন সদর ইউনিয়ন চেয়ারম্যান শাহাজান মিয়া, যুগ্ম সম্পাদক আ. মোতালেব, সাংগঠনিক সম্পাদক মো. হারুনু র রশিদ, পৌরসভা কৃষকলীগ সভাপতি কাজী জাফর, সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি আ: মান্নান, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির, ধর্ম বিষয়ক সম্পদাক মো. কাউছার প্রমুখ।