বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২,৩৬৪ জন। এ নিয়ে করোনায় মোট প্রাণ গেল ৬ হাজার ৩শ ০৫ জনের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫শ’ ৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে দুই হাজার ৩শ’ ৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত চার লাখ ৪১ হাজার ১শ’ ৫৯ জন। একদিনে এক হাজার ৯শ’ ৩৪ জন সুস্থ হয়েছেন। আর মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৭শ’ ২২ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক আট ছয় শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক চার তিন শতাংশ।