বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের বিজয়ের ফলে বাংলাদেশ সুফল পাবে’-পররাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের বিজয়ের ফলে বাংলাদেশ সুফল পাবে’-পররাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের ফলে বাংলাদেশ বিনিয়োগ, জলবায়ু ও অভিবাসন ইস্যুতে ইতিবাচক ফল পাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আমরা আগেও কাজ করেছি। জো বাইডেন খুব পরিপক্ব রাজনীতিবিদ। এটা পৃথিবীর জন্য আশীর্বাদ। নতুন সরকারে সঙ্গে কোনো অসুবিধা হবে না। আমরা জলবায়ু নিয়ে তাদের সঙ্গে কাজ করবো। প্রবাসীদেরও সুবিধা হবে।
রোহিঙ্গাদের ভাসানচরে ফিরিয়ে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের আন্তরিকতার অভাব রয়েছে। তারা বলে ফিরিয়ে নেবে, কিন্তু বাস্তবে নেয় না। পৃথিবীর বড় দেশগুলো যদি চাপ দিতো, তাহলে হয়তো ফিরিয়ে নিতো। মিয়ানমারের কোনো দায়িত্ববোধ নেই। রাশিয়া ও চীন মূলত এ বিষয়টি নিয়ে তৃতীয় পক্ষের উপস্থিতি চায় না। তারা বলে, এটা তোমরা নিজেরা মিলে সমাধান করে নাও। তবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। রোহিঙ্গাদের সিকিউরিটির জন্যই ভাসানচরে নিয়ে যেতে চাই। কিন্তু আন্তর্জাতিক এনজিও বাধা দিচ্ছে। তাদের প্ররোচণা দিচ্ছে, তোমরা সেখানে যেও না।
কোভিড-১৯ পরিস্থিতিতে কতজন প্রবাসী দেশে ফেরত এসেছেন জানতে চাইলে তিনি বলেন, এই সময়ে ১ লাখ ৬০ হাজার প্রবাসী দেশে এসেছেন। অধিকাংশ এসেছেন সৌদি থেকে। কোভিড-১৯ শুরু হওয়ার পর সৌদি চাপ দিল লোক নিয়ে যাও। সৌদি প্রথমে পাঠালো, যারা জেলে ছিল। যারা ক্রিমিনাল এদেরও পাঠালো। তবে সংখ্যা খুব কম।
এ সময় অবৈধভাবে যারা বিদেশ যাবেন, দালালের পাশাপাশি তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।