সোমবার, ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুকে সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিশেষ অধিবেশনে প্রস্তাব প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুকে সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিশেষ অধিবেশনে প্রস্তাব প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধুকে সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিশেষ অধিবেশনে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতির পিতা বেঁচে থাকলে অনেক আগেই দেশ উন্নত- সমৃদ্ধ হতো।
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু যাদের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন তারাই তাকে নির্মমভাবে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না, ইতিহাস প্রতিশোধ নেয়। বঙ্গড়বন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।