সোমবার, ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘খালেদার মুক্তি আওয়ামী লীগের রাজনৈতিক উদারতা’-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
‘খালেদার মুক্তি আওয়ামী লীগের রাজনৈতিক উদারতা’-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মূলায় বিশ্বাসী নয় বলেই খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক উদারতার পরিচয় দিয়েছে।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন,’আওয়ামী লীগ বন্দুকের নল উচিয়ে ক্ষমতায় আসেনি। দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় সংগ্রাম-আন্দোলনের মধ্য দিয়ে, জেল-জুলুম-নির্যাতন সয়ে, মানুষের মন জয় করে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী। আর তাই কোন দলকে নির্মুল বা দুর্বল করতে আমরা চাই না।’