রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সমাজসেবায় অনন্য অবদান: “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড” পেলেন ইউনুছ মিয়া।।লালমোহন বিডিনিউজ
সমাজসেবায় অনন্য অবদান: “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড” পেলেন ইউনুছ মিয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : মহামারী করোকালীন সময়ে এনজিও সমাজকর্মী হিসেবে অনন্য অবদান রাখায় “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০” পেলেন দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার সন্তান, উপজেলা আওয়ামীলীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক ও দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো: ইউনুছ মিয়া।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস” এবং “আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন’র আয়োজিত “করোনাত্তোর মানবিক বিশ্ব চাই ” শীর্ষক আলোচনা সভা পরবর্তী লালমোহনের এ গুণীসহ তিনজনের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ।
এছাড়াও করোনাকালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধা ও সংবাদকর্মী হিসেবে “শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০” সনদ ও ক্রেস্ট পেয়েছেন লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর লালমোহন প্রতিনিধি মো: জসিম উদ্দিন এবং করোনাকালীন সময়ে সামাজিক কর্মে বিশেষ অবদান রাখায় “মাদার তেরেসা এ্যাওয়ার্ডে ভূষিত হন লালমোহন পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস সভাপতি এডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংবাদ সংস্থা (আইএনবির) চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মহিলালীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. সেলিনা আক্তার, ঢাকা সিটি করপোরেশনের কমিশনার শেখ মোহাম্মদ আলমগীর, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস’র সাধারণ সম্পাদক আরমান চৌধুরী প্রমূখ।