বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জাতীয় | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » ভূয়া সনদে চাকরি-৬ পুলিশ সদস্য কারাগারে।।লালমোহন বিডিনিউজ
ভূয়া সনদে চাকরি-৬ পুলিশ সদস্য কারাগারে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেয়ার মামলায় রংপুরে ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ওই মামলায় আসামীরা জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।
রংপুরের অতিরিক্ত পিপি শাহ মোহাম্মদ নয়ন্নুর রহমান টফি জানান, ২০১৯ সালে কোতোয়ালী থানায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়।
তিনি জানান, আসামীরা এতদিন জামিনে ছিলেন। আজ আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান। আসামীরা হলেন মাহাবুব আলম , নুরুন্নবী , মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরি করতেন।