বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » যেকোনো দুর্যোগে সরকারের পাশে থাকবে সেনাবাহিনী-সেনাপ্রধান।।লালমোহন বিডিনিউজ
যেকোনো দুর্যোগে সরকারের পাশে থাকবে সেনাবাহিনী-সেনাপ্রধান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : যেকোনো দুর্যোগে সেনাবাহিনী সবসময় সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। শীতকালীন প্রশিক্ষণসহ সব প্রশিক্ষণেই স্বাস্থ্যবিধি মেনে সেনা সদস্যদের অংশ নেয়ার আহ্বান জানান সেনাপ্রধান।
তিনি আরও বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই ধারায় ভবিষ্যতেও দেশের অখণ্ডতা রক্ষা ও জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।