বুধবার, ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মহানবী (সা.)’র অবমাননার প্রতিবাদে লালমোহনের গজারিয়ায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল।।লালমোহন বিডিনিউজ
মহানবী (সা.)’র অবমাননার প্রতিবাদে লালমোহনের গজারিয়ায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে লালমোহনের গজারিয়া বাজার এলাকায় গজারিয়া ইমাম সমিতির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্ববর) আসরের নামাজের পর গজারিয়া মাদরাসা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গজারিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাবেক উপাধ্যক্ষ, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা, প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তাইয়্যেব, সাবেক ইউপি চেয়ারম্যান, আরো বক্তব্য রাখেন এ,কে শহিদুল্লাহ সেলিম, সহকারী অধ্যাপক গজারিয়া ফাজিল মাদরাসা , মাওলানা আব্দুল মালেক, সহকারী শিক্ষক পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়, হাফেজ মাওলানা আলী আকবর শিক্ষক ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুর রহমান প্রভাষক গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা, মেহেদী ফোরকান সিনিয়র শিক্ষক পাংগাশিয়া স্কুল এন্ড কলেজ, হাফেজ বেনিয়ামিন, বিশিষ্ট শিক্ষক সাংবাদিক মাহবুব আলম সহ বিভিন্ন ওলামা মাশায়েখগন। বক্তারা বলেন, মহানবী (সা:) এর অবমাননা শুধু মুসলমান নয় কোনো অমুসলিম ও সহ্য করবেনা। আমাদের রাসুল সারা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ। সেই নবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শন সারা বিশ্ব মানবতার অবমাননা। ফ্রান্সের প্রেসিডেন্ট এই ঘৃণ্য কাজ কে উৎসাহিত করে বিশ্ব মানবতার কলিজায় আঘাত করেছে। তাই ফ্রান্সের এই কাজকে আমরা ঘৃণা করি। আমরা বাংলাদেশের মানুষকে ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানাই।