মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনা ভাইরাসের ২য় ঢেউ নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
করোনা ভাইরাসের ২য় ঢেউ নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : (কোভিড-১৯) করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভার সভাপতিত্ব করার সময় এ নির্দেশ দেন সরকারপ্রধান। একইসঙ্গে সবাইকে মাস্ক পরার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার একনেক সভায় ৫৬০ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিরাজগঞ্জ জেলার তিনটি এলাকা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। এছাড়া, ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪শ’ ৫৯ কোটি টাকা। যার মধ্যে সরকারি কোষাগার থেকে ব্যয় হবে ১ হাজার ৬শ’ ৬৯ কোটি টাকা।
সভায় শুটকি প্রক্রিয়াকরণে কক্সবাজারে নতুন শিল্প স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ১শ’৯৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ১৪ হাজার টন শুটকি উৎপাদন হবে।