শনিবার, ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ফ্রান্সে রাসুল (স.) কে অবমাননা: প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ।।লালমোহন বিডিনিউজ
ফ্রান্সে রাসুল (স.) কে অবমাননা: প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, দৌলতখান প্রতিনিধি : ফ্রান্সের পত্রিকা শার্লি এবদোতে মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও ফ্রান্স সরকারের সমর্থনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষােভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন ভোলার দৌলতখানের ধর্মপ্রাণ মুসল্লিরা।
গতকাল শুক্রবার (৩০শে অক্টোবর) বাদ জুমআ দৌলতখান মার্কাজ মসজিদে প্রাঙ্ন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মার্কাজ মসজিদের ময়দানে সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় বিশ্বনবী (সঃ) এর ভালোবাসায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হযরত মোহাম্মদকে (সা:) অবমাননা করলে আমরা চুপ থাকব।
‘ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। এ জন্য ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঈমানদার মুসলমানরা এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য বর্জন করে ওদের দাঁতভাঙ্গা জবাব দেবে এবং ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করায় বিশ্বের দুইশ’ কোটি মুসলমান ব্যথিত হয়েছেন। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে।
মুসল্লিরা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত এবং ফরাসি প্রসিডেন্ট ম্যাক্রো কর্তৃক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা।
তারা আরো বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশের মানুষের কাছ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিল।
এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে।
এগুলো কি শুধু অবমাননা, না কি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয়। এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরবসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহবান জানান বক্তারা।