রবিবার, ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করায় নৌকাসহ জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করায় নৌকাসহ জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা : ভোলাযর মনপুরায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩টি নৌকাসহ ৮০ হাজার মিটার জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ডে যোথ টিম।
রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়ার নির্দেশনা মেঘনা নদীর কলাতলীর চরসংলগ্ন অভিযান চালিয়ে এই নৌকা ও জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বাধীন অভিযান পরিচালনা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা এরফানুল হক শাওন ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নাছির মহাজন।