রবিবার, ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মাস্ক না থাকলে মিলবে না সেবা।।লালমোহন বিডিনিউজ
মাস্ক না থাকলে মিলবে না সেবা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি অফিসে সেবা দেয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।
তিনি বলেন, “মাস্ক পরা বাধ্যতামূলক। সব অফিসে সাইনবোর্ড আকারে নির্দেশ দিতে হবে ‘নো মাস্ক, নো সার্ভিস’।
তিনি জানান, শুরু থেকেই যথাযথ প্রস্তুতি নিয়েছিল সরকার। পরিকল্পনা ছিল যথাযথ। কার্যক্রমগুলোর ক্ষেত্রেও তাই। ফলে ভাইরাসটি মোকাবিলা করা যাচ্ছে সহজে। একইসঙ্গে টিকা সংগ্রহেও সরকারি-বেসরকারি তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৮ই নভেম্বর বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি বিশেষ ভাষণ দেবেন। ভাষণে বঙ্গবন্ধুর জীবনের আলোকপাতসহ কোভিড-১৯ এ সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরবেন তিনি।
প্রশ্নোত্তরে তিনি বলনে, চীনের টিকার পরীক্ষাটা আটকে আছে মূলত তহবিল ঘাটতির কারণে। বাংলাদেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে।