বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অস্ট্রিয়ার ভিয়েনায় লালমোহনের সন্তানের বিজয়ে: সাংবাদিকদের আনন্দ ভোজন আড্ডা।।লালমোহন বিডিনিউজ
অস্ট্রিয়ার ভিয়েনায় লালমোহনের সন্তানের বিজয়ে: সাংবাদিকদের আনন্দ ভোজন আড্ডা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটিতে নির্বাচিত কাউন্সিলর, লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন’র বিজয়ে লালমোহনের সাংবাদিকদের সম্মানে আনন্দ ভোজন আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব’র সৌজন্যে ও ইউরো সমাচার বরিশাল ব্যূরো এবং মিডিয়া ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লালমোহন পৌর শহরের ফুড প্লেসে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
টিভি, প্রিন্ট এ অনলাইন মিডিয়ায় কর্মরত লালমোহন উপজেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দ ভোজন আড্ডা একটি মিলনমেলায় রুপ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সূদুর ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার’র বরিশাল ব্যূরো ও লালমোহন মিডিয়া ক্লাব’র সভাপতি সাংবাদিক, কবি ও প্রভাষক রিপন শান।
শান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও মিডিয়া ক্লাব’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় আনন্দ ভোজন আড্ডায় উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি প্রমূখ।