মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় করোনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল “গ্রামীণ জন উন্নয়ন সংস্থা”।।লালমোহন বিডনিউজ
ভোলায় করোনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল “গ্রামীণ জন উন্নয়ন সংস্থা”।।লালমোহন বিডনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : করোনা (কোভিড-১৯) পরিস্থির ক্ষতি কাটিয়ে উঠতে ভোলায় প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে মাসিক হারে ৯ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জেলার সদরের ভেলুমিয়া ইউনিয়নের ২ হাজার ৬০০ পরিবাকে আগামী ৩ মাস ধরে এ অর্থ সহায়তা দেবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম মাষ্টার প্রমুখ।
এর আগে এই প্রকল্পের আওতায় ওই ২ হাজার ৬০০ অতিদরিদ্র্য পরিবারকে বিকল্প কর্মসংস্থানের জন্য দেশি মুরগি, উন্নত জাতের হাঁস, মাছের পোনা এবং ফলদ গাছের চারা দেয়া হয়।