রবিবার, ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনের ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী।
সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মুরাদকে নৌকা প্রতীক, ইসলামী শাসনতন্ত্র মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ কে হাত পাখা ও স্বতন্ত্র প্রার্থী কামাল হােসেন কে চশমা, ফয়েজ উল্লাহ কে আনারস ও ফরহাদ হোসেন নাঈম কে অটোরিক্সা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এছাড়াও ৯টি ওয়ার্ড থেকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শুরু হলো। আগামী ২০ অক্টোবর ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।