বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০৮।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫০৮।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় (কোভিড-১৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।
২১ জনসহ করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় ১০৬টি ল্যাবে ১১ হাজার ৪০১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১ হাজার ৫০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন এবং মোট সুস্থ ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। এছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগী বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ এবং সুস্থতার হার ৭৫ দশমিক ৯৫ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।