বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার ৩ চেয়ারম্যান প্রার্থীর।।লালমোহন বিডিনিউজ
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার ৩ চেয়ারম্যান প্রার্থীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আগামী ২০ অক্টোবর ভোলার লালমোহনের ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০ চেয়ারম্যান প্রার্থী। আগামী ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। এরই মধ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীরা হলেন, আবুল বাশার, রেহেমের রহমান বুলবুল ও মোঃ আলমগীর।
এদিকে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন ফরহাদ হোসেন মুরাদ। তবে একই দলের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আবুল বাশার সেলিমসহ আর ৮ জন প্রার্থী ও ইসলামী আন্দোলনের ১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গতকাল (মঙ্গলবার) আওয়ামীলীগ সমনকারী ওই ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বর্তমানে ৭জন চেয়ারম্যান প্রার্থী মাঠে রয়েছেন।
লালমোহন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরাজগঞ্জে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ২০ জন এবং ভোট কেন্দ্র ১০টি।