রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফরাজগঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে ফরহাদ নাঈমের মনোনয়নপত্র জমা।।লালমোহন বিডিনিউজ
ফরাজগঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে ফরহাদ নাঈমের মনোনয়নপত্র জমা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ ফরহাদ হোসেন নাঈম।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী’র হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী জানান, আগামী ২৩ সেপ্টেম্বর ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের চেয়ারম্যান, মেম্বার ও সংক্ষরিত মহিলা মেম্বারদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১জন এবং জমা দিয়েছেন ৩জন। মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৬জন, মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছন ২জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন।
এদিকে, আজ সকালে মনোনয়নপত্র জমাদান শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়পূর্বক ফরাজগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেছেন ফরহাদ হোসেন নাঈম।
এসময় উপস্থিত ছিলেন, ফরহাদ হোসেন নাঈম’র শ্রদ্বেয় পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ অজিউল্যাহ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিকবর্গসহ কর্মী সমর্থকরা।