শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ , লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নে প্রতিপক্ষের জমি জবরদখলের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মোঃ মামুন নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ আসলাম মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
এমন অভিযোগ তুলে ওই বাড়ির শহিদ, জসিম, কাশেম জানান, মামুন ও তার বাবা ফজর আলী একই বাড়ির বাসিন্দা। তারা বাবা-ছেলে পুলিশে চাকরি করে। ফজর আলী পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনে কর্মরত ও তার ছেলে মামুন ঢাকায়।
নিজেরা পুলিশ, তাই এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের জমি দখলের উদ্দেশ্যে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে তারা। তাদের হাত থেকে সদ্য রোপণকৃত সুপারি গাছের চারাগুলোও রক্ষা পায়নি। পুলিশ বলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতো তারা। এজন্য তাদের এমন জবরদখলে বাঁধা দেয়ার সাহস নেই আমাদের। তাই আজ স্থানীয় আরও কিছু সন্ত্রাসীদের সহযোগিতায় আমাদের বাগানের ছোট ছোট গাছগুলো কেটে ফেলেছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা এবং এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সংবাদকর্মীদের কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পুলিশ কনস্টেবল মোঃ মামুন।