বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সরকারের পদক্ষেপের কারণে করোনার মধ্যেও অর্থনীতি ভালো-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
সরকারের পদক্ষেপের কারণে করোনার মধ্যেও অর্থনীতি ভালো-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠকে একথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কাজ না করে কেবল সরকারের সমালোচনা করছে। কিন্তু জীবনে বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধি নিয়ে অনেকে আশঙ্কা করলেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। সরকার বিশেষ সুবিধা দেয়ায় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘আগামী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন তাঁর সরকারের লক্ষ্য।’