বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ২১জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ২১জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬ জন ও বাকি ৫ জন নারী। যাতে প্রাণহানি দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ জন।
বুধবার ১৬ (সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ১৩ হাজার ২৫৮টি আর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।
আর ২ হাজার ৩৭৫ জন বেড়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ।