রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মানব পাচার মামলার ভিকটিম মো: শাহিন (৩০) কে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টম্বর) তজুমদ্দিনের চর জহিরুদ্দিন আবাসন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শাহিন তজুমদ্দিনের নিশ্চিন্তপুর ৬নং ওয়ার্ড চর জহিরুদ্দিন আবাসন প্রকল্প এলাকার আবু তাহেরর ছেলে।
জানা যায়, বোরহানউদ্দিন থানার মামলা নং-২১, তারিখ-২৩ আগস্ট ২০২০ এর মানব পাচার অপরাধ দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯ মামলার ভিকটিম মোঃ শাহিন।শনিবার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শাহিনের বাবার বসতঘর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিম শাহিনকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।