শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বজ্রপাতে আবু বাক্কার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেন্ট এনড্রোজ মিশন উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত বাক্কার পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরকাজিয়াকান্দা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার চরকাজিয়াকান্দা গ্রামের আবু বাক্কার শনিবার সকালে নিজ বাড়ি থেকে হালুয়াঘাট পৌর শহরের পশ্চিম মনিকুড়া গ্রামের মামা ইমারত হোসেনের বাড়িতে বেড়াতে যায়। পরে দুপুরে মামার বাড়ি সংলগ্ন সেন্ট এনড্রোজ মিশন উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে গোসল করতে যায়। সেখানে হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বাক্কারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফুলপুরে তার নিজ বাড়ি ও হালুয়াঘাটে মামার বাড়িতে শোকের মাতম চলছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।