শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষণ মামলার বাদি।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষণ মামলার বাদি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ধর্ষিতা হয়ে মামলা করে বিপাকে পড়েছে ধর্ষণ মামলার বাদি। মামলার আসামীদের অব্যাহত হুমকি ধমকির ভয়ে প্রাণ বাঁচাতে তাকে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ পরিবারের।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলার বদরপুরের ২নং ওয়ার্ড দেবীরচর বেড়িরপাড় এলাকার হতদরিদ্র মোঃ মতলেবের সদ্য বিবাহিতা কন্যা গভীর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এসময় ওৎপেতে থাকা পাশ্ববর্তী বাড়ির চিডু হাওলাদারের ছেলে কবির (৩৮) ও আবুল কাশেম পিটারের ছেলে রিপন (২৫) তাকে মুখ চেপে ধরে বাড়ির অদূরে বালির মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় মেয়ের খোঁজ শুরু করে তার পরিবার। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় বালির মাঠে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা মেয়ের খোঁজ পায় তারা।
এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর (শনিবার) মতলেবের কন্যা বাদি হয়ে কবির ও রিপনকে আসামী করে লালমোহন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৮, তারিখ-৫ সেপ্টেম্বর ২০২০।
তবে, মামলা করার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা। মেয়েকে বাঁচাতে বাড়ি থেকে লুকিয়ে অন্যত্র রাখতে হয়েছে তাকে। স্থানীয় চৌকিদার আলী আহমদের মাধ্যমে হুমকির বিষয়টি থানায় অবগত করেও কোন সুরাহা না পেয়ে তাদেরকে নিরাপত্তাহীণতায় দিনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন বাদির মা জেসমিন বেগম।
এ ব্যাপারে জানতে চাইলে আসামী কর্তৃক বাদিকে হুমকি দেয়ার বিষয়টি অবগত নন জানিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কালাম জানান, আসামীদের ধরার জন্য তাদের অবস্থান সম্পর্কে জানাতে বাদির পরিবারের সহযোগিতা চেয়েও পাইনি। তবে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
লালমোহন থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: বশির আলম বলেন, বাদি পক্ষকে থানায় আসতে বলুন। মামলার আয়ুর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।