বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি দুঃখজনক- সংসদে প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি দুঃখজনক- সংসদে প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মসজিদে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারায়ণগঞ্জে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে মসজিদ তৈরি করায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি দুঃখজনক।
এ সময় করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘অনেক দেশ করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাবো সেখান থেকে নিবো।’