রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘গ্যাসলাইনের ওপর মসজিদের বিষয়ে খতিয়ে দেখা হবে’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘গ্যাসলাইনের ওপর মসজিদের বিষয়ে খতিয়ে দেখা হবে’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নারায়ণগঞ্জে গ্যাসলাইনের ওপর কীভাবে মসজিদ তৈরি করা হলো তা খতিয়ে দেখা হবে। সংসদে একথা বরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপরিকল্পিতভাবে মসজিদ তৈরি ও মসজিদে দান করার বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন,’এটা খুবই দুঃখ জনক যে, নামাজ পড়া অবস্থায় এসি বিস্ফোরণ হলো, আবার এতটুকু একটা জায়গায় ৬টা এসি লাগানো হয়েছে। গ্যাসের পাইপ লাইনের ওপরই নাকি এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কোন নির্মাণ কাজ হয় না। আমি জানি না, রাজউক এ ধরণের পারমিশন দিয়েছে কিনা। এমন পারমিশন তো দেবার কথা না, দিতে পারে না। দেয়া উচিত না। এটা আশঙ্কা জনক। এখন তদন্ত করে দেখা হবে।’
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয় বেলা ১১টায় । অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নওঁগা ৬ এর প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম, ঢাকা ১৮ এর সাহারা খাতুন এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য শোক প্রকাশ করা হয় সংসদে। এছাড়া, শুক্রবার নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রস্তাব আনা হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অ্যাডভোকেট সাহারা খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, যারা ওয়ান ইলেভেন ঘটিয়েছিল তারাই সবকিছু নসাৎ করতে বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটিয়েছে।