শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবাসহ মোঃ শামিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাচড়া ৪নং ওয়ার্ড দরুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শামিম ওই এলাকার মোঃ আলমগীরের ছেলে।
জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানার এস আই (নিঃ) মোঃ মোহাইমিনুল ইসলাম ও ফোর্স বৃহস্পতিবার বিকেলে সাচড়া ০৪নং ওয়ার্ডের দরুন বাজারস্থ নিজ বসত ঘর থেকে শামিম কে আটক করে। এসময় তার কাছা থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।