বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬মাস বাড়লো।।লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬মাস বাড়লো।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে খালেদা জিয়া এ সময়ে মধ্যে বিদেশ যেতে পারবেন না। আগামি ২৪শে সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের প্রথম দফার ছয় মাস শেষ হবে। গত ২৪শে মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে সরকার। ২৫শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় যান খালেদা জিয়া। এর আগে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন করা হয়। নির্বাহী ক্ষমতায় খালেদা জিয়াকে দুই দফায় এই আদেশ দেয় সরকার। জিয়া অরফানেজ স্ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর ও জিয়া চ্যারিটেবল স্ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরে দণ্ড দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। ২৫ মাস কারাগারে ছিলেন খালেদা জিয়া।