মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন-তজুমদ্দিনের ৫লক্ষ মানুষ নিয়েই আমার পরিবার-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন-তজুমদ্দিনের ৫লক্ষ মানুষ নিয়েই আমার পরিবার-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমার মা, সহধর্মিণী ও দুই সন্তান নিয়েই শুধু আমার পরিবার নয়। আমার নির্বাচনী এলাকা (লালমোহন-তজুমদ্দিন) এর ৫লক্ষ মানুষ নিয়েই আমার পরিবার। পরিবারের বিপদাপদে একজন সদস্য যেমন সর্বদা পাশে থাকার চেষ্টা করে, বিপদ থেকে পরিবার বা পরিবারের সদস্যদের মুক্ত রাখার চেষ্টা করে। তেমনি এ ৫লক্ষ মানুষের বিপদাপদেও আমি পাশে ছিলাম, আছি এবং থাকবো।
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত ১০টায় নিজ নির্বাচনী এলাকার সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ টাইমস’র লাইভ অনুষ্ঠানে লালমোহনের সংবাদকর্মী ও জাতীয় সাংবাদিক সংস্থা’র লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাম সেন্টুর করা এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
“করোনায় সংবাদকর্মী হিসেবে বাসা থেকে বের হতে গিয়ে ঝুঁকি এড়াতে পরিবারের বারণ শুনতে হয়। এক্ষেত্রে মানবসেবার প্রত্যয়ে রাতদিন বিবেচনা না করে ঝুঁকি নিয়ে একজন এমপি বাইরে বেরুচ্ছেন, সেক্ষেত্রে তাঁর পরিবারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে এমপি শাওন বলেন, আমি মনে করি, লালমোহন-তজুমদ্দিনের ৫লক্ষ মানুষ নিয়েই যেহেতু আমার পরিবার। প্রত্যেকেই যদি আমি ভাল রাখতে পারি, নিরাপদে রাখতে পারি, সুস্থ রাখতে পারি। তারা যদি সুস্থতার সাথে পরিবার নিয়ে দু-মুঠো ভাত খেয়ে শান্তিতে থাকতে পারে, তাহলেই আমার স্বার্থকতা। তাই আমি নিজের নিরাপত্তার কথা চিন্তা করিনা। আমি যেদিন পৃথিবীতে এসেছি, মহান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিনই বাঁচবো। মৃত্যু যেভাবেই হোক একদিন আসবে। তাই আমি মৃত্যুকে ভয় করিনা, আমি সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে কাজ করে যাবো।
এমপি শাওন আরও বলেন, অন্যরা যখন করোনার ভয়ে নিজের বাসায় অন্য কাউকে এলাও করেননা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রােগ্রাম করে থাকেন। আমি সেগুলো দেখিনা। সেখানে আমি লালমোহন-তজুমদ্দিনের সকলে মানুষের জন্য উন্মুক্ত রেখেছি। পরিবারের সদস্য হিসেবে প্রতিটি ঈদ ও পুজায় আমি এলাকায় থেকে সকলের সাথে আনন্দ উদযাপন করি। এই পরিবারের কোন সদস্যের অসুস্থতার কথা শোনামাত্রই তাদের পাশে দাঁড়াই। আমি এমপি শাওন বা পুলিশি বলয়ের শাওন কিংবা ক্ষমতার শাওন নয়, শুধু ব্যক্তি শাওন হিসেবে দ্বীপবন্ধু হয়ে ছোট থেকে বড় সকলে হৃদয়ে স্থান করে নেয়াই হবে আমার স্বার্থকতা।
ইউরোপ টাইমস লাইভ অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন, মিলান বাংলা প্রেসক্লাব (ইতালি) প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।