সোমবার, ৩১ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দ্বৈত ভোটার: ডা. সাবরীনার বিরুদ্ধে ইসির মামলা।।লালমোহন বিডিনিউজ
দ্বৈত ভোটার: ডা. সাবরীনার বিরুদ্ধে ইসির মামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দ্বৈত ভোটার হয়ে একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে জেকেজির ডা. সাবরীনা শারমিনের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়েছে।
গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে এই মামলা করেন। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা করা হয়েছে। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে।