শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দুলারহাটে “অনুবন্ধন” সংগঠনের বিনামূল্যে রক্ত পরিক্ষা কর্মসূচি।।লালমোহন বিডিনিউজ
দুলারহাটে “অনুবন্ধন” সংগঠনের বিনামূল্যে রক্ত পরিক্ষা কর্মসূচি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, দুলারহাট (চরফ্যাশন) প্রতিনিধি : দুলারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা কর্মসূচি পালন করেছে রাজধানী ঢাকা থেকে পরিচালিত সামাজিকও স্বেচ্ছাসেবী সংগঠন “অনুবন্ধন” এর দুলারহাট থানা মূল সংগঠন।
অনুবন্ধনের ঢাকা ও দুলারহাট থানা ইউনিটের সহযোগীতায় দুলারহাট এভিনিউতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম মঞ্জু আবেদীন ও সাধারণ সম্পাদক এ এস এম নাজমুল হোসেন প্রিন্স।
এতে বিভিন্ন শ্রেণীর পেশার ৫শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্ত দানের জন্য তাদের কে উৎসাহিতও করা হয়। সংগঠনটি দীর্ঘ তিন বছর ধরে রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণের কার্যক্রম চালিয়ে আসছে।
রক্ত পরিক্ষা করতে সাধারণ মানুষ বলেন, বিনামূল্যে রক্ত পরীক্ষা পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি। এখন আমাদের কারোর রক্তের প্রয়োজন পরলে খুব সহজে রক্তের গ্রুপ খুঁজে পাবো।
কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম মঞ্জু আবেদীন বলেন ধর্ম, বর্ণ নির্বিশেষে জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।