বুধবার, ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘করোনায় ক্ষতি কমাতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষের ডিজিটাল আয়োজন’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘করোনায় ক্ষতি কমাতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষের ডিজিটাল আয়োজন’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যাওয়ায়, দেশের মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত না করতেই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর আয়োজন ডিজিটাল করা হচ্ছে- এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ-৬ দফা’ শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ বিতরণ অনুষ্ঠানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ৬ দফা সম্পূর্ণ বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল। পাকিস্তান হবার পর সবচেয়ে শোষণ ও বঞ্চনার শিকার হয় বাঙালি। বাঙালির মুক্তির সনদ ৬ দফা সম্পর্কে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকা ছাড়াও ৩৫টি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকার চেক দেয়া হয়। এছাড়া আরো ২৫ জন বিজয়ীকে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ এবং ১০ হাজার করে টাকা বিশেষ পুরষ্কার দেয়া হয়।