মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনের মেঘনায় নৌকা ডুবি: ১জেলে নিখোঁজ।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনের মেঘনায় নৌকা ডুবি: ১জেলে নিখোঁজ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় সোমবার দুপুরে মাছ ধরে ঘাটে ফেরার পথে বাসনভাঙ্গা চরের কিনার দিয়ে আসার সময় চরের ভাংতি এলাকার গাছ পড়ে ৬ মাঝি মাল্লা সহ নৌকা ডুবির ঘটনা ঘটে । এসময় ৫ জেলে সাঁতার কেটে তীরে উঠলেও শফিউল্যাহ নামের এক জেলে স্রোতে নদীতে ডুবে যায়। নৌকার মাঝী ইব্রাহীম জানান, নিখোঁজ হওয়া জেলে বোবহানউদ্দিন উপজেলার দরুনবাজারের সাচড়া গ্রামের আবদুল আলী কোতোয়ালের ছেলে। সে আমাদের সাথে ইলিশ মাছ ধরতে তজুমদ্দিনের নদীতে আসেন।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ জানান, জেলে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নদীতে খোঁজাখুঁজি করেও সোমবার বিকাল পর্যন্ত ওই জেলের সন্ধান মিলেনি।