মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » গ্রেনেড হামলায় নিহতের স্মরণে লালমোহনে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
গ্রেনেড হামলায় নিহতের স্মরণে লালমোহনে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ২১ আগস্ট রাজধানীর আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা, আহতদের দীর্ঘায়ু কামনা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লালমোহনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যােগে আওয়ামীলীগ কার্যালেয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি মো: মোখলেছুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভোলা জেলা কৃষকলীগ সভাপতি মো: আল মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম শহীদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিককলীগ সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, পৌর কৃষকলীগ সভাপতি কাজী জাফর, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমূখ।
দোয়া মোনাজাত পরবর্তী অসহায় ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করে পৌর কৃষকলীগ নেতৃবৃন্দ।