শুক্রবার, ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘তারেকের সাথে যোগাযোগ করেই ২১ আগস্ট হত্যাচেষ্টা হয়েছিল’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘তারেকের সাথে যোগাযোগ করেই ২১ আগস্ট হত্যাচেষ্টা হয়েছিল’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : তারেক রহমানের সাথে যোগাযোগ করেই ২১ আগস্ট হত্যাচেষ্টা চালানো হয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের প্রধান কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ভার্চুয়াল আলোচনায় গণভবন থেকে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, ‘বিএনপি জড়িত ছিল বলেই হামলার আলামত নষ্ট করা হয়েছে।’ তৎকালীন সরকারের মদদ ছাড়া কিছুতেই এই নৃশংস হামলা চালানো সম্ভব ছিল না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি বিএনপি। আর ২০০৪ সালে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই চালানো হয় বর্বোরোচিত এই হত্যাকাণ্ড।
১৫ আগস্টের হত্যাকাণ্ডে খুনিদের সাথে যেমন জিয়াউর রহমান জড়িত ছিলেন, তেমনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সরাসরি জড়িত ছিলেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এই হত্যাকাণ্ডে বিএনপি জড়িত না থাকলে তারা কেন আলামত নষ্ট করেছিল, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
নানা ষড়যন্ত্রের মধ্যেই দেশ এগিয়ে চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত থাকবেই।’