বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।লালমোহন বিডিনিউজ
দেশে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা সঙ্কটের মধ্যেও দেশে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে, বিদেশি বিনিয়োগকারীদের আরো আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘করোনার মধ্যে সারা বিশ্বেই কলকারখানা বন্ধ হওয়াসহ অর্থনৈতিক সঙ্কট তৈরি হলেও, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।’ এই সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি এগিয়ে নিলে বাংলাদেশ সহজেই এ সঙ্কট কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।