সোমবার, ৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় মৃত্যু হার কমেছে-স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
করোনায় মৃত্যু হার কমেছে-স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনার কারণে দেশে করোনায় মৃত্যুর হার কমেছে। তবে ঈদে মানুষের চলাফেরার কারণে সংক্রমণ বাড়তে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩ আগষ্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় মৃত্যুর হার কমে যাওয়ায় আনন্দ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, দেশে করোনা শনাক্ত হওয়ার ১৪৯তম দিনে (গত ২৪ ঘন্টায়) দেশে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫৬ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।