শুক্রবার, ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘ঈদে জঙ্গি হামলার আশঙ্কা নেই,-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘ঈদে জঙ্গি হামলার আশঙ্কা নেই,-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঈদে জঙ্গি হামলার আশঙ্কা নেই; তবে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলাবাহিনী। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা কোনো জঙ্গি তৎপরতার অংশ নয়। আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘যে সমস্ত বোমা বিস্ফোরিত হয়েছে এগুলো জঙ্গীরা বানায় না। এগুলো সাধারণত ভয় দেখানোর জন্যই বানায়। আমরা এখনও পর্যন্ত যা শুনেছি। এ ঘটনা ঘটার পর আমরা আশ্চর্য হয়েছি যে, ওয়েবসাইট থেকে অনেক পরে বলছে এখানে আইএস আছে।’
মন্ত্রী আরও বলেন,’১৫ই আগষ্ট আসলে আমরা সব সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করি তবে এখনও পর্যন্ত আমাদের হাতে এমন কোন তথ্য আসেনি।’