বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মাছের পোনা অবমুক্ত করেন এমপি জ্যাকব।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে মাছের পোনা অবমুক্ত করেন এমপি জ্যাকব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলার চরফ্যাসনে মাছের পোনা অবমুক্ত করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চরফ্যাসন সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোরশেদ প্রমুখ।