বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৭ পিস ইয়াবাসহ মোঃ রিয়াজ (২২) ও মোঃ রাকিব মোল্লা (২১) নামের দুইজন কে আটক করেছে পুলিশ।ব
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুল কাচিয়া ০৪নং ওয়ার্ডস্থ একটি পরিত্যাক্ত ভিটার উপর থেকে তাদের কে আটক করা হয়। আটক রিয়াজ ফুল কাচিয়া ৪নং ওয়ার্ড এলাকার মো: সেলিমের ছেলে এবং রাকিব একই এলাকার মো: মোসলেম মোল্লার ছেলে।
জানা যায়, বোরহানউদ্দিন থানার এস আই (নিঃ) মোঃ জাফর ইকবাল সংগীয় ফোর্স নিয়ে মাদক অভিযানকালে বোরহানউদ্দিন থানাধীন ফুল কাচিয়া ০৪নং ওয়ার্ডস্থ নুরউদ্দিনের পরিত্যাক্ত ভিটা থেকে মোঃ রিয়াজ ও মোঃ রাকিব মোল্লাকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।