বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণ থানায় নতুন ওসি রফিকুল ইসলাম’র যোগদান।।লালমোহন বিডিনিউজ
শশীভূষণ থানায় নতুন ওসি রফিকুল ইসলাম’র যোগদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : ভোলার শশীভূষন থানায় নতুন অফিসার ইন চার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার ২১ জুলাই তিনি শশীভূষণ থানায় ওসি হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
তিনি ১৯৯৬ সালে পুলিশ প্রশাসনের সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োাগ লাভ করেন। দীর্ঘদিন বিভিন থানায় ও বাহিনীতে দায়িত্ব পালন করে গত ২০ জুলাই শশীভূষন থানায় অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
এতে ওসি মো. রফিকু ইসলাম বলেন, শশীভূষণ থানায় যোগদান করে আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে শশীভূষণকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা।