সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ৮০ পিস ইয়াবাসহ মোসা: আছমা (২২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আছমা দক্ষিণ আইচা থানাধীন উত্তর আইচা গ্রামের নূরুল ইসলাম মাষ্টারের মেয়ে।
রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে আমিনাবাদ “কচুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” সামনে থেকে তাকে আটক করা হয়।
থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এস আই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে মাদক অভিযানকালে আমিনাবাদ ইউনিয়নের কচুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোসাঃ আসমা কে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আরেফিন বলেন, আছমার বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক কোর্টে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ইয়াবা ব্যবসায়ী মোসাঃ আছমার সঙ্গীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।