রবিবার, ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে করোনার প্রভাবে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯জুলাই) সকাল ১১টার দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে শারীরিক দুরত্ব বজায় রেখে ওই উপহার সামগ্রী বিতরণ করেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ।
মনপুরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার থেকে মনপুরা ৮০০পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।এ ধারাবাহিকতা দক্ষিণ সাকুচিয়া ১৫০পরিবারের মাঝে,সোয়ামিন তেল,সাবান,চিনি,মশারী,লুডুস, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, ত্রাণ ভিক্ষা নয়, অধিকার। মহামারী করোনা ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া,ইউপি সদস্য মোহরলাল চক্রবর্তী, সাংবাদিক মামুন প্রমূখ।